আক্রূরমণি করোনেশনের রাজ্য সেরা উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, মালদহ:

    সেরা বিদ্যালয় সম্মাননা উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নজর কাড়ল মালদা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অক্রূরমণি করোনেশন ইনস্টিটিউশন। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর গতবছর ” সেরা বিদ্যালয় সম্মাননা-২০১৮” সম্মানে ভূষিত করে এই বিদ্যালয়কে । রবিবার সন্ধ্যায় আক্রূরমণি করোনেশন ইনস্টিটিউশন স্কুলপ্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেরা সম্মাননা উদযাপন অনুষ্ঠান হল । এই আনন্দময় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র, অভিভাবক, অভিভাবিকা ও শুভানুধ্যায়ীর উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ আলোচনায় উদযাপিত হল সেরা সম্মাননা অনুষ্ঠান । প্রারম্ভিক ভাষণে বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক তথা প্রধান শিক্ষক শ্রী চঞ্চল কুমার ঝা স্কুলের নানা প্রসঙ্গ, ইতিহাস, সেরা বিদ্যালয় সম্মাননা প্রাপ্তি, বহু বিষয়ে সবিস্তারে আলোকপাত করেন। পড়াশোনার উন্নতি ও রেজাল্ট, শৃঙ্খলা সহ একাধিক বিষয়ে ভালো পারফরম্যান্স ও পয়েন্টের নিরিখে এই অনন্য সেরা সম্মাননা পেয়েছি আমরা । তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের সুনামকে ধরে রাখতে হবে ও আগামীতে আরো উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে এই বিদ্যালয় আশা প্রকাশ করেন । এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন প্রাক্তন ছাত্র তথা কোলকাতা পুলিশের প্রাক্তন যুগ্ম কমিশনার প্রদীপ কুমার সান্যাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বঙ্গ রত্ন পুরস্কার প্রাপ্ত অধ্যাপক শক্তিপদ পাত্র, ইংরেজবাজার পুরসভার কাউন্সিল তথা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি আশিস কুন্ডু , প্রাক্তন ছাত্র – শিক্ষক গোকুল বিহারী আগরওয়ালা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠান নতুনমাত্রা পায় । আশিস কুন্ডু , শক্তিপদ পাত্র থেকে প্রদীপ কুমার সান্যাল, প্রাক্তনীরা সকলেই সেরা বিদ্যালয় সম্মাননা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদ্যালয়ের বিভিন্ন দিকের ভূয়সী প্রশংসা করেন । এদিন একটি সাইকেল স্ট্যান্ড ঘরের উদ্বোধন করেন প্রধান শিক্ষক চঞ্চল কুমার ঝা। স্কুল সূত্রে জানা যায়, বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের অর্থানুকূল্যে এটি নির্মিত হয়েছে । সোমবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শতাধিক কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ হবে । 22 বছর ধরে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে আসছে । পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ । অনুষ্ঠান সঞ্চালনায় শিক্ষক উৎপল গুন ।