স্কুল গাড়ির সাথে টোটোর সংঘর্ষে আহত একাধিক যাত্রী

রহমতুল্লাহ, সাগরদিঘী:: স্কুল গাড়ির সাথে টোটোর সংঘর্ষে আহত একাধিক যাত্রী, আহতদের হাসপাতাল নিয়ে গেল সাগরদিঘীর বিধায়ক বাইরণ বিশ্বাস। বুধবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিঘীর গোপালদিঘিতে।

    সূত্রের খবর স্কুল গাড়ির সাথে টোটোর ধাক্কায় জখম হয় বেশ কয়েকজন যাত্রী ঠিক সেই সময় সাগরদিঘীর বিধায়ক বাইরণ বিশ্বাস গাড়ি করে কর্ম ক্ষেত্রে যাচ্ছিল, বিধায়ক দুর্ঘটনা দেখতে পেয়ে তোরিঘড়ি করে তার গাড়ি করে আহতদের সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যদেরকে স্কুল গাড়িটি সেখান থেকে পালিয়ে যায় বলে জানা যায়। বিধায়কের মানবিক কাজে সাধুবাদ জানিয়েছেন সকলেই।