|
---|
মহঃ সফিউল আলম , রাজনগর , বীরভূম :
রাজনগর ডাকবাংলোয় ভারত পাবলিক স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটানো হলো আজ ৬ জানুয়ারী রবিবার ৷উক্ত বেসরকারী বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজনগর ব্লকের জয়েন্ট বিডিও অভিষেক রায় ৷ উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি , পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল মন্ডল , রাজনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি উমর ফারুক , অন্যান্য আধিকারিকবৃন্দ , কবি অমর মালী , সাংবাদিক ষষ্ঠীপদ মন্ডল , উত্তম কুমার মন্ডল , অবসরপ্রাপ্ত শিক্ষক পবন মন্ডল , মণিমোহন চক্রবর্তী প্রমুখ ৷
প্রাসঙ্গিক বক্তব্য , গান , কবিতাপাঠ , আবৃত্তি , নৃত্যানুষ্ঠান প্রভৃতি আয়োজিত হয় ৷ স্বাগত বক্তব্য পেশ করেন স্কুলের অধ্যক্ষ তন্ময় মন্ডল ৷বিদ্যালয়ের পক্ষ থেকে মূল্যবান বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক ও সম্পাদক খান রাহাত কমর ওরফে রাহী ৷অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব এই প্রতিবেদককে দেওয়া হয় ৷থানার আধিকারিক ফারুক সাহেব সহ অন্যান্যরা মূল্যবান বক্তব্য রাখেন ও স্কুলটির সাফল্য কামনা করেন ৷ কচি কাঁচা পড়ুয়া , ছাত্র , ছাত্রী , অভিভাবক , শিক্ষাপ্রেমী মানুষেরাও হাজির ছিলেন এদিন ৷স্কুলটির উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী এলাকাবাসী ৷