স্কুল খোলার দাবীতে গলসির বাজারে পথসভা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির

আজিজুর রহমান,গলসি : স্কুল খোলার দাবীতে গলসির বাজারে পথসভা করলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি গলসি জোন। এদিন বামপন্থী এবিটিএ, এবিপিটিএ, ডিওয়াইএফআই, ও এসএফআই সহযোগিতায় ওই পথসভাটি করা হয়। গলসির বাসস্ট্যান্ডে ওই পথ সভাটি করা হয়। আয়োজকরা জানান, দেশজুড়ে সবই চলছে শুধু স্কুল বন্ধ আছে। এর ফলে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তাছাড়া লকডাউনের পর স্কুল খুললে বহু ছাত্র ছাত্রী স্কুলে যায়নি। দীর্ঘদিন পড়াশোনা বন্ধ হওয়ায় বেশিরভাগ গরীব মধ্যবর্তী ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তারা বলেন, অষ্টম থেকে দশম ও একাদশ শ্রেনীর ছেলেরা সংসার চালানোর জন্য রোজগারের পথ বেছে নিয়েছে। তাই এবার স্কুল খুলে দেওয়া হোক। প্রয়োজনে পঠন পাঠন আংশিক পরিবর্তন করে পুড়ুয়াদের স্কুল মুখি করা হোক। এছাড়াও একটি লিখিত দাবী নিয়ে স্থানীয়দের গন স্বাক্ষর করান তারা। বহু স্কুল খোলার দাবিপত্রে মানুষজন স্বেচ্ছায় স্বাক্ষর দিতে এগিয়ে আসেন। এদিনের সভার সভাপতিত্ব করেন বামনেতা আশিশ চক্রবর্তী। সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ দাস, আব্দুল রসিদ, অমিতাভ মন্ডল, ধনঞ্জয় মাঝি, মনসিজ হোসেন, বুদ্ধনারায়ন হাজরা, মোস্তাক আহামেদ চৌধুরী, সত্যজিৎ ভট্টাচার্য, শুভম মুখার্জি সহ আরও কয়েকজন।