|
---|
সেখ সামসুদ্দিন, ৫ নভেম্বরঃ পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কেলিরি মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে আজ ছিল নমিনেশন জমা দেবার দিন। তাই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তৃণমূল কংগ্রেসের মনোনীত ছয় জন প্রার্থী জাকিরা বেগম, শেখ বদরুল, শেখ মহসিন, শেখ ইলাম, শেখ আব্দুল কবীর, ফিরোজ মল্লিক নমিনেশন জমা দেন। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, ডা. প্রতাপ রক্ষিত সহ স্থানীয় নেতৃত্বরা। প্রসঙ্গত তৃণমূল ছাড়া অন্য কোনো দলের কেউ নমিনেশন না দেওয়ায় তৃণমূলের ছয় জন প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।