করোনা বিধির জন্য শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের সমাপ্তি অনুষ্ঠানের শেষ পর্যায়ের অনুষ্ঠানে ভাটা

শিলিগুড়ি: করোনা বিধির জন্য শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের সমাপ্তি অনুষ্ঠানের শেষ পর্যায়ের অনুষ্ঠানে পড়ল ভাটা। শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে বর্ষব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হয় রবিবার বাঘাযতীন পার্কে। ২ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত বাঘাযতীন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণে তৃতীয় ঢেউ মাথা চারা দিয়ে উঠতেই ২ তারিখে রাজ্য সরকারের তরফে আংশিক লকডাউনের ঘোষনা করা হয়। জমায়েত সহ যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে জনসংখ্যা বেধে দেওয়া হয়। তাই ২ তারিখের সাংস্কৃতিক অনুষ্ঠান নির্দিষ্ট সূচি মেনে হলেও ৩ তারিখ থেকে বাঘাযতীন পার্কে আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না বলে জানিয়ে দিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি গৌতম দেব। যদিও এদিন সকালের বর্ণাঢ্য শোভাযাত্রায় সরকারি নির্দেশিকা না মেনেই আয়োজন করা হয়। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে শহরজুড়ে। তবে শেষ পর্যন্ত বাকি অনুষ্ঠানগুলোতে হ্রাস টানায় অনেকটাই মন খারাপ হয়ে যায় স্কুল পড়ুয়া সহ শিক্ষিকাদের।

    এত বড় অনুষ্ঠান একদিনেই শেষ হয়ে গেল বলে অনুশোচনা করছেন ইষ্কুলের দিদিমনিরা।তারা জানিয়েছেন বহুদিন ধরে পরিকল্পনা ছিলো আমাদের।এই অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হয়ে গেল বলে প্রচণ্ডভাবে মন খারাপ আমাদের।গতকাল অদিতি মুন্সীএসেছিলেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে,আজ কোভিড নির্দেশিকাতে সব শেষ হয়ে গেল।দেখা যাক আগামী বছর আমরা বড় করে এই অনুষ্ঠান করতে পারি কি না।