|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা আজ রাখী পড়িয়ে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হাতে।আজ সকালে শিলিগুড়ির দীবনন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে ছোট ছোট ছেলেমেয়েদের সাথে একটা ছোট উৎসবে মেতে ওঠেন মেয়র গৌতম দেব।তিনি জানালেন রাখি বন্ধন আমার কাছে একেবারেই অন্যধরনের অনূভুতি।তাই এইবারে ছোট ছোট মেয়েদের হাত থেকে রাখী পড়ে প্রচণ্ডভাবে আনন্দ পাচ্ছিলাম।ওদের সাথে চলতে গিয়ে নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। সবাইকে নিজের তরফ থেকে চকলেট এবং মিষ্টি উপহার দেন শিলিগুড়ির মেয়র।গার্লস ইষ্কুলের ছাত্রীরা জানান তাদের অনেকদিনের ইচ্ছা ছিল মেয়রকে রাখী পড়ার ।
এদিন রামকিঙ্কর হলে গিয়ে প্রথমে কিছুক্ষন মেয়েদের সাথে কথা বলেন মেয়র।কে কোন class এ পড়ছে কে কোথায় থাকে সেটা নিয়ে মেয়েদের সাথে আলোচনা করেন মেয়র।মেয়রের সঙ্গে কথা বলতে শুরু করে দেন বাচ্চাদের অভিভাবকেরাও।মেয়র পরে প্রত্যেকের দুপুরের খাবারের ব্যাবস্থা করেন।