|
---|
আজীম শেখ, নতুন গতি, বীরভুম: বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তরগত কাষ্ঠগড়া গ্রাম।কাষ্ঠগড়া রামকৃষ্ণা নেতাজী উচ্চ বিদ্যালয় ও কাষ্ঠগড়া প্রাথমিক বিদ্যালয় এর সংলগ্ন সুবোধ কুমার সাহা ও প্রবোধ কুমার সাহা বাড়ি ।
এরা সম্পর্কে দুই ভাই। সুবোধ সাহা বর্তমানে রামপুরহাটে বসবাস করেন শিক্ষকতার কারণে।আর ছোট ভাই প্রবোধ কুমার সাহা নিজ গ্রামে কাষ্ঠগড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন ।
আজ বৃস্পতি বার দুপুর ঠিক 1:05 বাজে হটাৎ রামপুরহাট থেকে আফগাড়ি দপ্তরের দুটি ভ্যান এসে লাগে সুবোধ সাহার বাড়ির সামনে। লোক জনের ভিড় বাড়তেই আফগাড়ি ফোর্স সুবোধ সাহার বাড়ির তালা ভেঙে উদ্ধার করতে লাগলেন প্রায় 39 টি কাটুন দেশী (জে .ডি) মদ।
আফগাড়ি দপ্তরের ডি সি প্রবোধ কুমার সাহাকে জানতে চান পাশে বাড়ি আপনার এই মদ কি ভাবে স্টক হচ্ছে ।কাছে স্কুল আপনিও একটি স্কুল শিক্ষক বলতেই উত্তেজিত হয়ে উঠেন প্রবোধ কুমার সাহা। তার পরেই -আফগাড়ি দপ্তরের -ডি সি একটি গাড়িতে তুলতে নির্দেশ দেন প্রবোধ কুমার সাহাকে ।
গাড়িতে তুলতেই প্রবোধ কুমার সাহা গাড়ির পিছনের কাঁচ ভেঙে নামার চেষ্টা করেন ।ঠিক তখনি শুরু হয় দুই পক্ষের ধস্তা-ধস্তি।
প্রবোধ সাহাকে একটি গাড়িতে চাপিয়ে কিছু দূর নিয়ে যেতেই অপর গাড়িটি আটক করে প্রতিবেশীরা। পরে প্রতিবেশীদের চাপে ছেড়ে দেয়া হয় প্রবোধ কুমার সাহাকে।
আফগাড়ি দপ্তরের -ডি সি জানান কাছেই একটি হাইস্কুল ও একটি প্রামারী স্কুল। এই ভাবে একটি স্কুল শিক্ষকের বাড়িতে মদ রাখা বে- আইনী।
আপনারাদের পরিবেশকে নষ্ট করছে এরা ।আর আপনার এদেরকে সহযোগিতা করছেন ।আমি আপনাদের চাপে ওনাদে ছেড়ে দিচ্ছি ।কিন্তু আমি রামপুরহাটে গিয়ে ওদের নামে অভিযোগ করবো বলে জানান।