স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার স্কুল শিক্ষক

নিজস্ব সংবাদদাতা :স্কুলের চাকরি পাইয়ে দেবার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে শিলিগুড়ি কমিশনারেটের আমবাড়ির পুলিশ। শিক্ষকের নাম পঙ্কজ কুমার বর্মন, শিলিগুড়ি বরোদাকান্ত বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক, বাড়ি কোচবিহারে, শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডে থাকতেন তিনি। উনার স্ত্রী একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে। শুক্রবার রাতে আমবাড়ি পুলিশ অভিযান চালিয়ে পঙ্কজ কুমার বর্মনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার সকালে বরদাকান্ত বিদ্যালয় খোলবার পর, ওই বিদ্যালয়ের সকল শিক্ষক ঘটনার বিষয় জানতে পারেন। তারা রীতিমতো অবাক হয়ে যান এই ঘটনায়। সূত্রে খবর কিছুদিন আগে আমবাড়ি ফাঁড়িতে এক যুবক চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করা হয়েছে এই অভিযোগ জানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে আমবাড়ির অন্তর্গত একটি বিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করে। নাম সন্তোষ কুমার বর্মন। সেই শিক্ষক কে জিজ্ঞাসাবাদ করবার পর পঙ্কজ কুমার বর্মনের নাম উঠে আসে, এদিন তাকে জলপাইগুড়ির আদালতে তোলা হয় বলে জানা গেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।