|
---|
নূর আহমেদ : একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আইডিয়াল কেজি স্কুল উদ্বোধন হলো মেমারি থানার অন্তর্গত বড়র বাস স্ট্যান্ড এলাকায়। এই স্কুলের উদ্বোধন করেন আবুল হাসান। বক্তব্য রাখেন কাজী মোঃ ইয়াসিন, অভিজিৎ দাস বৈরাগ্য এবং বশির উদ্দিন।উদ্বোধন সভায় উপস্থিত ছিলেন অমলকান্তি চট্টোপাধ্যায় , ডঃ হালিমা খাতুন ও হাসিনা খাতুন প্রমুখ। স্কুলের সভাপতি আব্দুল হালিম জানান, এলাকার মানুষের সুবিধার্থে এই স্কুল শুরু করা হলো। এখানে একেবারে ছোট অবস্থা থেকে কেজি ফোর পর্যন্ত আপাতত পঠন পাঠন চালু হবে এই মুহূর্তে ৩০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে। ১০০ জন ছাত্রছাত্রী ভর্তি করার লক্ষ্যেই স্কুল চালু করা হবে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই স্কুল শুরু করা হবে।