তীব্র তাপপ্রবাহের ছুটির পর খুলছে স্কুল, মুর্শিদাবাদে ডে নাকি মর্নিং

হামিম হোসেন মণ্ডল, ন‌ওদা : তাপপ্রবাহ ও ঈদের ছুটি কাটিয়ে আজ খুলছে রাজ্যের স্কুল-কলেজ। রমজান মাসে তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্য শিক্ষা দপ্তর ১৭ এপ্রিল থেকে দার্জিলিং ও কালিম্পং জেলা ছাড়া রাজ্যের সমস্ত স্কুল-কলেজ এক সপ্তাহের জন্য ছুটি ঘোষনা করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ছুটির অনুরোধ রাখা হয়েছে। তারমধ্যে ২১ ও ২২ এপ্রিল ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি ছিল। সুতরাং, ১৭ থেকে ২০ এপ্রিল, মোট ৪ দিন তাপপ্রবাহের এই ছুটি ছিল। ছুটি কাটিয়ে ২৪ এপ্রিল খুলছে স্কুল-কলেজগুলি।

    এদিকে ২৪ মে গরমের ছুটি এগিয়ে ২ মে করার কথা। তীব্র তাপপ্রবাহ দেখে ১৩ এপ্রিল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ জেলার প্রাথমিক স্কুলগুলিকে নির্দেশ দেয় ১৭ এপ্রিল থেকে গরমের ছুটি পড়ার আগে পর্যন্ত সকালে স্কুল খুলতে। এদিকে ১৬ এপ্রিল শিক্ষা দপ্তর গোটা রাজ্যে স্কুল-কলেজগুলিতে ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহ ওই এক‌ই কারণে ছুটির ঘোষণা করে। এই ছুটির পর মুর্শিদাবাদ জেলার প্রাথমিক, শিশু শিক্ষা কেন্দ্রগুলি ডে নাকি মর্নিং স্কুল করবে তাই নিয়ে একরকম সংশয়ের মধ্যে পড়েন। ওই অর্ডারটি ধরলে সকালে স্কুল খোলার কথা। কারণ গরমের ছুটি এখন‌ও হয়নি। ওদিকে জানা যাচ্ছে সোমবার থেকে গরমের ছুটি পড়া পর্যন্ত কীভাবে পড়াশোনা হবে তা স্কুলগুলিই ঠিক করবে।