|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : বাড়ির বাইরে খেলা করার সময়, স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশু। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের ফরাক্কার আন্দুয়া গ্রামে। পুলিশ সুত্রে জানাযায়, মৃত শিশুর নাম আনাস শেখ(১১ মাস)। বাড়ি ফরাক্কার আন্দুয়া গ্রামে। পরিবার সূত্রে জানাযায়, এদিন সকালে বাড়ির দরজায় বসে ছিল ১১ মাসের ওই শিশু। সেই সময় একটি স্করপিও গাড়ির চালক ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাছিল। হঠাৎ রাস্তার পাশে থাকা শিশুটিকে গাড়িতে চাপা দিয়ে দেয়। পরিবারের সদস্যদের অভিযোগ, চালক গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলেন। তখনই কার্যত স্করপিও’র ডান চাকা চেপে যায় ওই ১১ মাসের শিশুর উপর। কার্যত গাড়ির নীচে পৃষ্ঠ হয়ে যায় আনাস শেখ। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি ওই শিশুকে ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।