|
---|
দেবজিৎ মুখার্জি: অবশেষে আইনি স্বীকৃতি পেলেন যৌনকর্মীরা। দেহ ব্যবসাকে ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট।
যৌনকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশিকা বেঁধে দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে “কোনও যৌনকর্মী কর্মক্ষেত্রে হেনস্তার শিকার হলে, তাঁকে সবরকম আইনি সহায়তা দিতে হবে এবং পুলিশি অভিযানের সময় তাদের পরিচয়ের গোপনীয়তার দিকে নজর রাখতে হবে। যৌনকর্মীদের তাদের সন্তানের থেকে আলাদা করা যাবে না। এই নির্দেশিকায় দেশের প্রায় ৯ লক্ষ যৌনকর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।