পিতা ও ছেলেকে পুলিশ কাষ্টাডিতে যৌন নির্যাতন, রক্তাক্ত করে পিটিয়ে হত্যা, প্রতিবাদে SDPI

আলম সেখ, নতুন গতি : দিনের পর দিন আইন ব্যবস্থার উপর, প্রশাসনের উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে। যেখানে জনগণের সুরক্ষার জন্য প্রশাসন ব্যবস্থা সেই প্রশাসনের কাছেই আজ জনগণ অসুরক্ষিত। একদিকে দেশের জনগণের কাছে আছে সাংবিধানিক অধিকার তো অন্য দিকে দেশের ফ্যাসিবাদি সরকার সেই অধিকারের বিরুদ্ধে অসাংবিধানিক, দেশ বিরোধী আইন বানিয়ে রেখেছে। আজকে জনগণ যখন সাংবিধানিক অধিকারে সরকারের বিরুদ্ধে পথে নামে, আন্দোলন গড়ে তোলে তখন এই সরকার সেই সমস্ত আন্দোলনের নেতৃবৃন্দ কে UAPA – Unlawful Activities Prevention Act এর মাধ্যমে দেশদ্রোহী তকমা লাগিয়ে গ্রেফতার করে চলেছে। সরকার একটা নীতি তৈরি করে নিয়েছে কিভাবে জনগণের মুখ বন্ধ করা যায়। ঠিক নিজের মতোন করেই শিখিয়ে নিয়েছে পুলিশ প্রশাসনকে।

    যখন দিল্লিতে CAA বিরোধী আন্দোলন হয় তখন আমরা দেখেছি পুলিশ প্রশাসনের অমানবিক অত্যাচার, পুলিশ হয়ে গুন্ডার মতো আচরণ। দেখেছি জামিয়া মিলিয়া ইলামিয়ার সেই লাইব্রেরিতে কতো ভয়ানক ভাবে অত্যাচার চালিয়েছে দিল্লী পুলিশ। ক্যাম্পাসের মসজিদ কে তো ভেঙে ছিলই মসজিদের ইমাম সহ মহিলা ছাত্রী গুলোকেও ছাড়েনি। আবারো এক অমানবিক ঘটনা ঘটালো তামিল নাডু পুলিশ।

    ১৯ তারিখ তামিল নাডু রাজ্যের থোটিকোডি জেলার ৫০ কিমি দক্ষিণ দিকে টুটিকোরিন শহরের সানথাকুলামে লকডাউনের নিয়ম ভঙ্গ করাই পিতা ও তার ছেলেকে তুলে নিয়ে যায় তামিল নাডু পুলিশ, পিতার নাম পি-জয়ারাজ বয়স ৫৮, ছেলের নাম এস-বেনিকস বয়স ৩২। দুজনকে তুলে নিয়ে গিয়ে ভয়ানক ভাবে পুলিশ কাষ্টাডিতে নির্বাচন চালানো হয় পুলিসের দ্বারা। এতটা ভয়ানক অত্যাচার করা হয় যা একজন সাধারণ মানুষের তরফে অনুভব করা সম্ভব না। এমনকি যৌন নির্যাতন পর্যন্ত চালানো হয় পিতা ও ছেলেকে। নির্যাতন চালানোর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পর পর ৮ টি লুঙ্গি পুরো রক্তাক্ত হয়ে যায় কিছু সময়ের মধ্যেই। ভাবতে পেরেছেন কতোটা বিল্ডিং হলে ৮ টা লুঙ্গি রক্তাক্ত হয়, ইমকি পুলিসের ইউনিফর্ম পর্যন্ত রক্তাক্ত হয়ে যায়।

    পুলিসের দ্বারা এই জঘন্য অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ( SDPI) SDPI এর সর্বভারতীয় সহ সভাপতি দেহলাম বাকভি জানান সারা পৃথিবী জুড়ে পুলিসের দ্বারা নির্যাতনের হাজার হাজার আইন আছে কিন্তু আমাদের ভারতে পুলিসের দ্বারা নির্যাতন কে মিথ্যা কথা সাজিয়ে চেপে দেওয়া হয়। তিনি বলেন থোটিকোডি জেলায় ২০১৮ থেকে ১৩ জন ব্যক্তিকে পুলিশ কাষ্টাডিতে নির্যাতন করে মেরে দেওয়া হয় ১০০ ওরো অধিক কে ঘায়েল করে দেওয়া হয়। আবারও তামিল নাডু পুলিশ একটা গরিব পরিবারের পিতা ও ছেলেকে পিটিয়ে হত্যা করে দিলো। আমেরিকায় পুলিসের দ্বারা একজন কালো মানুষ মারা যাওয়ায় পুরো আমেরিকা সহ পৃথিবী প্রতিবাদ প্রদর্শন করে আর আমদের দেশে প্রতিনিয়ত এই রকম ঘটনা ঘটে চলেছে।