|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক :আসামে এনআরসিতে কয়েক লক্ষ নাগরিকের নাম বাদ পড়ে এনআরসি তালিকা থেকে ।তার পর বিজেপি সরকার গোটা দেশে এনআরসি করার ঘোষণা দেয় ।বাংলাদেশ ,পাকিস্তান ,মায়ানমার , শ্রীলঙ্কা সহ অন্য দেশ থেকে আসা সমস্ত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করে বিজেপি সরকার। গত বছর বিজেপি সরকারের সিএএ ও এনআরসির বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আন্দোলন সংগঠিত হয় ।অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে চলছে কৃষক আন্দোলন ।কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবি জানিয়েছে এসডিপিআই ।অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে করেছে এই দলটি ।
ইতিমধ্যে এক মিডিয়ার সাক্ষাৎকারে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গি বলেছেন বাংলায় সিএএ কার্যকর করা হবে । কোভিড ১৯ ফলে এনআরসি বিরোধী আন্দোলন স্তিমিত হলেও আবারও বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল গুলি সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন । গোটা দেশে এনআরসি বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা রেখে চলেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ।
কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল ,নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরুদ্ধে “এনআরসি নয়, নাগরিকত্ব আমাদের মানবিক অধিকার” শিরোনামে গতকাল এসডিপিআই এর ডাকে মুর্শিদাবাদের ডোমকলে একটি বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন এনআরসি বিরোধী আন্দোলনের নেতা মানিক ফকির মহাশয় ,এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম , প্রাক্তন আইপিএস অফিসার তথা মুলনিবাসী পার্টির সভাপতি নজরুল ইসলাম ,পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর মিনারুল শেখ ,পপুলার ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য ও ডোমকল মহকুমা সভাপতি হাকিকুল ইসলাম ,এসডিপিআই এর জেলা সভাপতি বদরুল আলম ,জেলা সম্পাদক মাসুদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব ।
প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে কেন্দ্রীয় বিজেপি সরকারের কৃষি আইন বাতিল ,এনআরসি ,সিএএ , সহ অন্যান্য জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন ।মুর্শিদাবাদের অনুন্নয়ন নিয়ে বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করতে দেখা যায় ।পাশাপাশি অবিলম্বে মুর্শিদাবাদে বিশ্ব বিদ্যালয়ের বাস্তবায়নের দাবি জানানো হয় ।অন্যদিকে গত কয়েকদিন আগে তৃণমূল কাউন্সিলরের আক্রান্ত হয় প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম ।অবিলম্বে এই হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম ।