কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের ডাকে সাড়া দিয়ে SDPI এর প্রতিবাদ সভা ও রাস্তা অবরোধ কর্মসূচী

কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের ডাকে সাড়া দিয়ে SDPI এর প্রতিবাদ সভা ও রাস্তা অবরোধ কর্মসূচী

     

     

     

    আব্দুস সামাদ জঙ্গিপুর- কেন্দ্র সরকারের কৃষি বিলের প্রতিবাদে আজ সারা ভারতবর্ষ জুড়ে তিনঘন্টা দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ভারতবন্ধের ডাক দিয়েছিলেন কৃষকরা। এই বন্ধকে সমর্থন জানিয়ে সোসাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI) সারা ভারতবর্ষ জুড়ে কৃষকদের সমর্থনে SDPI এর প্রতিবাদ প্রদর্শন ও রাস্তা অবরোধ রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে। আজকের এই অবরোধে বক্তব্য রাখেন SDPI মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য জাকির হোসেন তিনি বলেন আজ এই আন্দোলন শুধু কৃষকদের আন্দোলন নয় এই আন্দোলন সারা ভারতবর্ষের ১৩০ কোটি জনসাধারণের আন্দোলন। এই আন্দোলনে প্রতিটি জনসাধারণকে কৃষকদের পাশে দাঁড়ানো উচিত। এছাড়াও বক্তব্য রাখেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের SDPI সম্পাদক মোঃ সেলিম তিনি বলেন কৃষকদের উপর যেভাবে কেন্দ্র সরকার অমানবিক অত্যাচার চালাচ্ছে তা মেনে নেওয়া যায়না,কারণ কৃষকরা আমাদের অন্নদাতা,এই অন্নদাতাদের আন্দোলনকে রুখে দেওয়ার জন্য কংক্রিট ঢালাই,রাস্তার উপরে কাঁটা দিচ্চে এই অমানবিক সরকার। এছাড়াও তিনি বলেন ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করছে এই বিজেপি সরকার। NRC, NPR, CAA, বিল ভারতবর্ষের মানুষের জন্য এ এক কালাকানুন আইন। এই কালাকানুনের বিরুদ্ধে লড়তে হবে ঐক্যবদ্ধ ভাবে। এছাড়াও বক্তব্য রাখেন SDPI অন্যতম দায়িত্বশীল মোঃ খায়রুল আলম ও লালগোলা ব্লক কমিটির SDPI সভাপতি মোঃ খায়রুল ইসলাম। এই অবরোধ প্রায় 50মিনিট ধরে চলে যারফলে যানজটের শুরু হলেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পথঅবরোধ তুলে নেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার কর্মী বৃন্দরা। এবং এছাড়া SDPI এর কর্মীরা জানান আজ মুর্শিদাবাদের মোট তিন জায়গায় SDPI এর পক্ষথেকে কৃষকদের সমর্থনে আজকের বন্ধ অভিযান চলছে।