শিয়ালদাহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার এ নির্ধারিত সময়ে ট্রেন চলাচল না হওয়ায় সেই অভিযোগে নিত্যযাত্রীরা প্রায় ৫ ঘণ্টা রেল অবরোধ কর

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:~* সঠিক সময়ে এই এক মাসের মতো ভোরের ট্রেন চলছে না, কাজে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে ৷ এই অভিযোগ করে ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা৷ তাঁদের এই অবরোধের জেরে ব্যাহত হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা। বুধবার দুপুর পর্যন্ত রেল অবরোধ ব্যাহত থাকে ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল। জানা গিয়েছে, বুধবার সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার স্টেশনে নিত্যযাত্রীরা রেল অবরোধে সামিল হন। নিত্যযাত্রীদের অভিযোগ, ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকালের ট্রেন দেরিতে চলায় মৌখিকভাবে রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু রেল প্রশাসনকে জানি এও কোনরকম সুরাহা হয়নি ৷ এবার তাই বাধ্য হয়েই সপ্তাহের তৃতীয় দিনে ব্যস্ত সময়ে সকাল থেকে রেল অবরোধ করেছেন নিত্যযাত্রীরা। এর ফলে এ দিন প্রায় ৫ঘণ্টা শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়েছে । এই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক রা।অবরোধকারীদের সঙ্গে কথা বলেন রেল পুলিশের, অবরোধকারীদের দাবি, নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করতে হবে । তাঁরা জানান, আজকের এই অবরোধ কর্মসূচি দুপুর বারোটা পর্যন্ত চলবে। রেলের আধিকারিকদের সঙ্গে বেশ কয়েক দফা কথাও হয় অবরোধকারীদের । কিন্তু নিজেদের দাবিতে অনড় অবরোধকারীরা। পরে রেলের আধিকারিক দের সঠিক সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশ্বাস পেয়ে দুপুর থেকে পুনরায় আগেও মতো আবারও স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। পরবর্তীতে যদি আবারও সঠিক সময়ে ট্রেন চলাচল না হয় ,আগামীতে ১২ ঘণ্টা রেল অবরোধ করবে বলে জানান নিত্যযাত্রীরা।