|
---|
মালদা, ২০ মে: ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগের কারণে মালদা টাউন স্টেশনে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকলো শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন। শুক্রবার সকালে এই ঘটনায় ওই সুপারফাস্ট ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। দীর্ঘ অপেক্ষার পর যাত্রীদের প্রয়োজনীয় কোন সহযোগীতা না মেলায় মালদা টাউন স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মের বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ কর্তাদের ঘটনাস্থলে পৌঁছাতে হয়। প্রায় দেড় ঘণ্টা পর ছয় নম্বর প্লাটফর্ম থেকে নির্দিষ্ট সময়ের অনেক দেরিতে ট্রেনটি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
ওই ট্রেনের যাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে শিয়ালদহ থেকে স্পেশাল ট্রেন নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় । মাঝে দুই জায়গায় ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এরপরে এদিন সকালে ওই ট্রেনটি মালদা টাউন স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটি ছয় নম্বর প্লাটফর্মে থামতেই সেই প্লাটফর্মে কোন খাবারের দোকান, এমনকি জলের দোকান না থাকার ফলে যাত্রীদের চরম হয়রানির শিকার হতে। এই নিয়ে রেল কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন ওই ট্রেনের যাত্রীরা । অবশেষে বিকল হয়ে যাওয়া ইঞ্জিন বদলে, অন্য আরেকটি ইঞ্জিন লাগানোর পর ট্রেনটি এনজিপি’র উদ্দেশ্যে রওনা দেয়।
ওই সুপারফাস্ট ট্রেনের এক যাত্রী রবি কুমার সাউ বলেন, ট্রেনটির ইঞ্জিন প্রথমে নৈহাটিতে দুই ঘন্টা হয়ে যাওয়ার কারণে সেটি বদল করা হয়। এরপর শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে আসার পরে আবার ট্রেনটির ইঞ্জিন আবারও খারাপ হয়ে যায় । সেখানে প্রায় দেড় ঘণ্টা পর ইঞ্জিন লাগানো হয়। এর ফলে যাত্রীদের চরম হয়রানির মুখে পড়তে হয় । কিন্তু ওই ট্রেনের যাত্রীদের কোনরকম পরিষেবা দেওয়ার ব্যবস্থা করে নি রেল কর্তৃপক্ষ।
রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ এক আধিকারিক জানিয়েছেন, ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরবর্তীতে ইঞ্জিন বদলে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়।