|
---|
সেখ সামসুদ্দিন, ১১ মেঃ শেষ বেলার প্রচারে জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে বাইক ও টোটো নিয়ে এক বর্ণাঢ্য র্যালি করা হয়। জামালপুর ২, চকদিঘী, জারগ্রাম ও জোৎশ্রীরাম এই চারটি অঞ্চলে আজ বাইক র্যালি করা হয়। ৬০০- ৭০০ বাইক, ১০০ টোটো নিয়ে হয় এই র্যালি। ম্যাটাডোর থাকেন ব্লক নেতৃত্ব। আজকের এই র্যালিতে অংশ নেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ চারটি অঞ্চলের অঞ্চল সভাপতি মিঠু পাল, আজাদ রহমান, আলাউদ্দিন শেখ, তপন দে ও প্রতিটি অঞ্চলের প্রধান উপপ্রধান ও অন্যান্য নেতৃত্বরা। বিশাল এই মোটরসাইকেল র্যালিকে রাস্তার দু’ধারে অসংখ্য কর্মী সমর্থক দাঁড়িয়ে স্বাগত জানান। প্রচুর মানুষ এগিয়ে এসে নেতৃত্বকে মালা পরিয়ে দেন এবং ফুল ছুঁড়ে অভিবাদন জানান। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন এত মানুষের আবেগ-ই বলে দিচ্ছে যে ৪ জুন জামালপুরে কি ফল হতে চলেছে। তিনি নিশ্চিত এখান থেকে দলীয় প্রার্থী শর্মিলা সরকার বিশ হাজারেরও বেশী ভোটে জয়লাভ করবেন। বিধায়ক অলক মাঝি বলেন এখান থেকে দলীয় প্রার্থীর জয়লাভ শুধু সময়ের অপেক্ষা। শর্মিলা সরকারের জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। তিনি আশা করছেন যেভাবে এখানকার মানুষ তাকে আশীর্বাদ করেছিলেন ঠিক একই ভাবে শর্মিলা সরকারকেও আশীর্বাদ করে বিপুল ভোটে জয়লাভ করাবেন।