স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো শিয়াখালায়।

সেখ আব্দুল আজিম,হুগলি : সম্প্রতি শিয়াখালা শ্রীপতিপুর ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে ঈদ প্রীতি সম্মেলন ও স্বেচ্ছায় রক্তদান শিবির ছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবির ও কেরাত গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শিয়াখালায়। উক্ত স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা সহ ৬৬ জন রক্ত প্রদান করেন। চক্ষু পরীক্ষা ৩০ জন স্বাস্থ্য পরীক্ষা কুড়ি জন হেলথ চেকআপ করান। এলাকার খেটে খাওয়া মানুষ ভীষণ আপ্লুত।। উক্ত সংস্থার সেক্রেটারি জনাব ইসমাইল মল্লিক জানালেন কয়েক বছর ধরেই এরূপ অনুষ্ঠান হয়। তিনি আরো জানালেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরজাদা মেহরাব সিদ্দিকী ্ মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন ও হরিপাল থানার আইসি নজরুল ইসলাম ছাড়াও সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের কর্ণধার মোহাম্মদ মোর্তজা এছাড়াও বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছায় রক্তদাতাদের একটি উপহার দেওয়া হয় এবং যারা ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তাদের পুরস্কৃত করা হয়।