স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো

রক্তদান জীবন দান, এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাবের উদ্যোগে করছে রক্তদান শিবির। বর্তমানে হাসপাতালে ব্লাড ব্যাংক এবং মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে রক্তের গুরুত্ব অপরিসীম। হাসপাতালের ব্লাড ব্যাংক এবং মুমূর্ষু রোগীদের কথা চিন্তা করেই আজ হুগলির আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের করুই রুরাল কালচার সোসাইটির সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিটির আয়োজন করে ভগিনী নিবেদিতা মহিলা ব্রতচারী মন্ডলী । এদিনের এই মহতী রক্তদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ আব্দুস শুকুর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরামবাগ আল আলম মিশনের সাধারণ সম্পাদক হাজী বদরুল আলম। এছাড়াও উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী আজিজুল হক , আতিয়ার রহমান , চয়ন আহম্মেদ , সোহেল পারভেজ , নিলুফা ইয়াসমিন , আজহার আলি থেকে শুরু করে এলাকার ইমাম সাহেব বৃন্দ ও পুরোহিত বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ প্রসঙ্গে ভগিনী নিবেদিতা মহিলা ব্রতচারী মন্ডলীর অন্যতম কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, আমরা প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছি। এ বছর ৫০ জনের অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন । আগামী দিনেও এই অনুষ্ঠান চালিয়ে যাব। এলাকার মানুষকে সাথে নিয়ে এই শিবিরে আয়োজন করা হয়েছে। রক্তদান মহৎ দান। এর বিকল্প কিছু নেই।