|
---|
রহমতুল্লাহ,সাগরদিঘী : ৩০ শে জানুয়ারি রবিবার মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর উচ্চবিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করে নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এদিন রক্তদান শিবিরে মহিলাদের রক্তদান ছিল চোখে পড়ার মতো। শিবিরে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সুমিত বিশ্বাস, কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিশিষ্ট নাট্যকার রবীন দত্ত, এ.এম. সামীম, ওবাইদুর রহমান, প্ৰমুখ। মোঃ ইমরান হোসেনের উদ্বোধনী সংগীত ও ট্রাস্টের সভাপতি ইফতিকার আলমের স্বাগত ভাষণের মধ্যদিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়।এদিন শিবিরে রক্ত দানের পাশাপাশি ৪৫টি সংগঠনকে সংবর্ধিত করা হয় এবং ১০জন সাংবাদিকদের সংবর্ধিত করা হয়। এদিন শিবিরে মোট ৪৫ জন রক্ত যোদ্ধা রক্ত দান করেন, প্রত্যেক রক্ত দান কারীদের সার্টিফিকেট,মেমেন্ট,ব্যাচ উত্তরিয় তুলে দেওয়া হয় ট্রাস্টের পক্ষ থেকে। সমগ্র অনুষ্ঠান টি সুচারুরূপে সঞ্চলনা করেন মুর্শিদ সারওয়ার জাহান ও সাহিন হোসেন।