স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করা হলো।

নূর আহমেদ,মেমারি : ৩১ ডিসেম্বর পূর্ব বর্ধমান মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির উদ্যোগে আজ রবিবার ৩১শে ডিসেম্বর বাজে রসুলপুর ও তালপাড়া মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির পরিচালনায় বড়শুল কিশোর সংঘ ও মেমারি প্রেসক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হলো।মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত মোহনপুর নওহাটি এসআরএস সংলগ্ন মাঠে শীততাপ নিয়ন্ত্রিত বাসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রায় ৭০ জন দূস্ত ব্যক্তিদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয় এবং ৪ জন মহিলা ৩০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করলেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেন উদ্যোক্তাদের পক্ষ থেকে।

    এলাকা সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য ঝুমটা-ঝুমুর গান ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিত হয়।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান মহিলা থানার ইন্সপেক্টর ইনচার্জ মাননীয়া বনাণী রায়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের মহিলা দলের খেলোয়াড় সুজাতা রায়, মেমারি প্রেসক্লাবের সভাপতি নুর আহামেদ, বরশুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ,ঝাড়খন্ড জেলা অধ্যক্ষ মাল পারিয়া উন্নয়ন সমিতির রাজু পূঝর, পূর্ব বর্ধমান জেলার মাল পাহাড়িয়া সদস্য গণেশ রায় , মেমারি দু’নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গফফর মল্লিক সহ মেমারি প্রেসক্লাবের সকল সদস্য সদস্যাও আরো অনেকে।