স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের উদ্যোগে বঙ্গ ললনা দের সম্মাননা।

লুতুব আলি : পশ্চিমবঙ্গের অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পালিত হল বিশেষ সংবর্ধনা জ্ঞাপন। কলকাতার রামমোহন লাইব্রেরীতে স্বজনের উদ্যোগে এই অনুষ্ঠানকে ঘিরে বিশেষ উন্মাদনার সঞ্চার হয়। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একইসঙ্গে পালিত হল স্বজনের একুশ বছর পূর্তি উৎসব ও ২৫ জন বঙ্গ ললনা দের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কবি অরণ্যক বসু, বাংলাদেশের বিশিষ্ট নারীবাদী কবি আনিতা বর্ধন, বিশিষ্ট সাংবাদিক সমীর শীল,নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হোক নূর, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, পাপিয়া চট্টোপাধ্যায়, পান্না দাস প্রমুখ। উল্লেখ্য, এই স্বেচ্ছাসেবী সংগঠনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে দেউলটি স্টেশনের নামকরণের ব্যাপারে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগঠিত করে আসছে। চন্দ্রনাথ বসু আর ও জানান, অবিলম্বে দেউলটি স্টেশন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।