|
---|
মোল্লা মুয়াজ ইসলাম,বর্ধমান : স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের উদ্যোগে প্রকাশিত হলো প্রয়াস নামে এক পুস্তক। পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বর্ধমানের প্রাক্তন ডোমা বর্তমান প্রজেক্ট অফিসার সামস তীবরেজ আনসারী, জাতীয় শিক্ষক সুভাষচন্দ্র দত্ত আরেকজন জাতীয় শিক্ষক গাছ মাস্টার নামে পরিচিত অরূপ চৌধুরী বিশিষ্ট সাহিত্যিক শিক্ষক ডক্টর রমজান আলী, ডাক্তার ইন্দ্রনীল ব্যানার্জি, সমাজসেবী মনোয়ার হোসেন সহ অনেক বিশিষ্ট অতিথিরা। বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রয়াস নাম দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে গোটা রাজ্যজুড়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে সারা ফেলে দিয়েছে । করোনার সময় ডাক্তারদের কাছে রোগীরা পৌঁছাতে পারছিল না সেই সময় প্রয়াসের কর্ণধার ডাক্তার গোলাম আহমেদ কিবরিয়ার নেতৃত্বে একঝাঁক ডাক্তার গ্রামে গ্রামে মেডিকেল ক্যাম্প করে সারা জাগিয়ে তুলেছিলেন। এ পর্যন্ত তারা 38 টি মেডিকেল কাম করে ফেলেছেন। দুস্থদের খাদ্য বিলি, কাপড় জামা দেয়া ,রোগীদের ফ্রি ওষুধ দেওয়া ,চক্ষু পরীক্ষা শিবির করে রোগীদের বিনা মূল্যে অপারেশন করা , ছাত্রদের ইংরেজিতে কথা বলানোর জন্য অনলাইন স্পোকেন ইংলিশ চালু করা বহু গুরুত্ব পূর্ণ সামাজিক কাজ করে থাকে ।এবার সুস্থ সংস্কৃতি ও সম্প্রীতি তৈরী করতে সাহিত্য পত্রিকার ও সূচনা করলেন। ডাক্তার গুলাম কিবরিয়া বলেন আমরা একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে এসেছি আমরা পিছিয়ে থাকার যন্ত্রণা বুঝি। সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই সেই লক্ষ্যে প্রয়াস কাজ করে চলেছে। মেডিকেল কলেজের এক ঝাঁক ডাক্তারের এই প্রয়াস সমাজের গুণী মানুষরা সাধুবাদ জানিয়েছেন। প্রয়াস পুস্তকের যুগ্ম সম্পাদক শোয়েব বিশ্বাস ও আসাদুজ্জামান জিয়া ও সহ-সম্পাদক কাউসার শেখ উপস্থিত ছিলেন।এছাড়া তাদের সদস্য বৃন্দদের উপস্থিতি অনুষ্ঠান সাফল্য মন্ডিত করে এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদেরকে এই মঞ্চ থেকে সংবর্ধনা জানানো হয়। এই পুস্তকে চিকিৎসা বিষয়ে রোগীদের সচেতনতার বার্তা দেওয়া হয় ।কবিতা গল্প সাহিত্যে সমস্ত কিছু এর মধ্যে বিদ্যমান ।