|
---|
শেখ আব্দুল আজীম : আজ রবিবার সকালে একটা ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটা উৎসব এর পরিচালনায় এলেন পার্ক খালিদ এবাদুল্লাহ এর স্মরণে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজিত হয়। প্রায় ৭০০ বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদানে করেন, পুরুষ সঙ্গে মহিলাও রক্তদাতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।প্রসঙ্গত উল্লেখ্য সমাজের খালেক এবাদুল্লাহর ভূমিকা অনস্বীকার্য,তার আকস্মিক প্রয়াণে স্বভাবতই হতবাক সকলে। কিন্তু তার কর্ম কণ্ডকে সাধারণ মানুষের মনের মণিকোঠায় মনে রাখতে অভূতপূর্ব উদ্যোগ নেয় একটা ফাউন্ডেশন এর পক্ষথেকে। মুখ্য আয়োজক সাব্বির ও জাভেদ। এই সামাজিক প্রয়াস কে স্বাদুবাদ জানান সকলে,এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট।