|
---|
আসমা খাতুন, সেহারাবাজার : পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সেহারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম রৌনক মন্ডল ,দশম সেখ আজাদ সহ এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। গত 3 জুন মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর প্রায় এগারো লক্ষ ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল তাদের সকলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত নাড়ুগ্রাম অঞ্চলের কুকরা গ্রামের ভূমিপুত্র রৌনক মন্ডল ও দশম স্থান অধিকার করেছে সেহারা গ্রাম পঞ্চায়েতের বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয় শেখ আজাদ।সেহারা গ্রাম পঞ্চায়েতের পাশের অঞ্চল হল নাড়ুগ্রাম। তাই সেহারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত স্কুলগুলির থেকে যে সকল কৃতি ছাত্র-ছাত্রী আছে তাদের ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। একইসঙ্গে বার্তা দেয়া হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঠিক তাদের মতো করেই এগিয়ে চলে এবং পড়াশোনার মান বৃদ্ধি করে। শুধুমাত্র সংবর্ধনা জ্ঞাপন আর বক্তব্য রাখার মধ্য দিয়ে অনুষ্ঠান নয়। বরং সে বছরের মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের দেখে বাকি সকলেই যাতে অনুপ্রাণিত হয় সেটাই হলো দেখার বিষয়। এদিনের সংবর্ধনা জ্ঞাপন এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না 1 বিডিও লোকনাথ সরকার ,সেহারা ফাঁরির বড় বাবু রাজেশ মাহাতো , সেহারা অঞ্চলের প্রধান দয়াবতী বাগ , উপপ্রধান সনৎ দে , সুকুমার সেন , সমীর সাইঁ ,শান্তি কার্ফা, সেহারা স্কুলের প্রধান শিক্ষক মজাফ্ফর আহমেদ ,বুজুরদিঘি স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চক্রবর্তী ,আউসারা স্কুলের প্রধান শিক্ষক দেবকুমার সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।