সেহারাবাজার মিশনে কবি সন্মেলন

আলিফ ইসলাম: মেমারি : ২৩ জুলাই, রবিবার, সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে মিশনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হল কবি সন্মেলন। এই মহতী অনুষ্ঠানটি প্রাকৃতিক দুর্যোগ এবং দাবদাহের জন্য তারিখ পরিবর্তন করে পুনরায় অনুষ্ঠিত হল এদিন। সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত এই কবি সন্মেলনে ট্রাস্ট এর সম্পাদক মোল্লা গোলাম আসপিয়া ( কুতুব উদ্দিন সাহেব), আলো আঁধারি পত্রিকার সভাপতি সেখ সাদরে আলম, পত্রিকার সম্পাদক মোল্লা রবিয়েল হোসেন , বিশ্বনাথ রায়,আকবর আলী, আসরফ আলী, সমীর ঘোষ, গুরুপদ সাঁতরা, শ্যামাপ্রসাদ চৌধুরী, মোল্লা সফিকুল ইসলাম ( দুলাল) প্রমুখের উপস্থিতিতে প্রায় পঁয়তাল্লিশ জন কবি ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব কবিতা পাঠ, আবৃত্তি ও বক্তব্য রাখেন। উপরিউক্ত গুনীজন সহ হারুন অল রশিদ, হাফিজুল ইসলাম, কাজী জুলফিকার আলি, মোমিনুল ইসলাম, হাফিজুর রহমান, এহসান সনম,সেখ জাহাঙ্গীর, সেখ নাসিবুল আলি, ডাঃ সেখ সাবের আলি,সুফি রফিক উল ইসলাম, তপন কুমার দে, শিবরাম মজুমদার, সবিতা গোস্বামী,মন্দিরা মুখার্জী, ভাস্কর দাস, রমাকান্ত পাঁজা, সৈয়দ মহিউদ্দিন, সন্তু কোলে, নাজমুল হোসেন,বিকাশ যশ, দিলীপ যশ,গুরুপদ যশ, শম্ভুনাথ যভট্টাচার্য্য, উত্তম কর্মকার,ইন্নাৎ আলি মিদ্দ্যা প্রমুখ উপস্থিত থেকে শ্যামাপ্রসাদ চৌধুরী,সেখ জাহাঙ্গীর,সেখ আকবর আলী ও মোল্লা রবিয়েল হোসেন প্রমুখের সঞ্চালনায় কবিতা পাঠ করেন।