|
---|
আসমা খাতুন ,সেহারাবাজার : বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশমন । কবি নজরুলের কবিতা কত প্রাসঙ্গিক তা প্রমান করলো সেহারাবাজার । নবী মোহাম্মদ সা: অপমানের বিরুদ্ধে জমিয়াতুল আইম্মা ওল উলামা , সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন ও সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় । ঐ সংগঠনের তরফ থেকে জানানো হয় নবীর অপমান কোনো ভাবেই সহ্য করা হবেনা ।হাজার হাজার মানুষের সৎস্ফূর্ত উপস্থিতি স্লোগান গোটা এলাকা মুখরিত হয়ে উঠে।সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন থেকে পদযাত্রা করে সেহারাবাজার গরুর হাট সন্নিকট মঞ্চে পৌছায় । সেই মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হয় ।এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন ,খণ্ডঘোষ ইমাম সংগঠনের সম্পাদক হাফেজ সদরুল ,হাজি মৌলানা আসরফ,মুফতি হোসাইন আহমেদ ,মুফতি হোসেন কাসেমি ,স্বামী বালকা নন্দ মহারাজ সহ অনেক বিশিষ্ট অতিথিরা ।সমগ্র অনুষ্ঠান টির জন্য পুলিশ প্রশাসন সদা সতর্ক ছিলো এবং অনুষ্ঠান সাফল্য মন্ডিত করতে সর্বত ভাবে সাহায্য সহযোগিতা করেন । সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন বলেন আমরা যে কোনো রকম বিশৃঙ্খলার বিরুদ্ধে । কোনো ধর্ম অন্য ধর্মের বিরুদ্ধে বলেনা কিছু দুষ্কৃতিকারী এই সব করে থাকে । এত শান্তি শৃঙ্খলাকারী মিছিল ও সভা এই মুহূর্তে পূর্ব বর্ধমান তথা রাজ্য দেখেনি । সমস্ত মানুষ এর প্রশংসা করেন ।