|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন ব্লকে জেলা পুলিশের সাথে সহযোগিতায় চাইল্ড লাইন ও বন্ধন মুক্তির সহযোগিতায় গোবিন্দপুর রত্নেশ্বর এইচ এস স্কুলে স্বয়ং সিদ্ধা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় গতকাল। যেখানে উপস্থিত ছিলেন বারাইপুর মহিলা থানার আইসি কাকুলি ঘোষ কুন্ডু, রিভার সাইক্লিস্ট সম্রাট মল্লিক। এই মুহুর্তে জেলার বিভিন্ন ব্লকে জেলা পুলিশের সাথে সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগে বিশেষ সহযোগিতা ও কর্মশালার আয়োজন। আর এই কর্মশালাতে শিশু পাচার, বাল্য বিবাহ, মোবাইল ফোনে আসক্ত, বিভিন্ন অপরাধ মুলক কাজে জড়িয়ে পড়ার প্রবণতা থেকে রক্ষা করতে আলোকপাত করেন বারুইপুর মহিলা থানার আই সি কাকুলি ঘোষ কুণ্ডু। স্কুল চুট ছেলে মেয়ের সংখ্যা কমানো সহ একাধিক বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে।