স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষণ কর্মশালা বীরভূমের বাবুইজোড় পঞ্চায়েতে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: বীরভূম জেলার খয়রাশোল ব্লকের দক্ষিণ পশ্চিম প্রান্তে ঝাড়খন্ড ঘেঁষা বাবুইজোড় গ্রাম পঞ্চায়েত অবস্থিত।রুক্ষ সুক্ষ্ম এলাকা, বৃষ্টি নির্ভর চাষ ব্যবস্থা, এবারে আশানুরূপ বৃষ্টি না হওয়ায় মাঠ গুলো পতিত অবস্থায় বিরাজমান।এর মধ্যে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্মসংস্থানের দিশা দেখাতে শুরু হলো সেলাই প্রশিক্ষণ কর্মশালা। বাবুইজোড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং কদমডাঙ্গা আস্থা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় বাবুইজোড় গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মিটিং ঘরে ৬০ জন মহিলাদের নিয়ে প্রশিক্ষণের শুভ সূচনা করা হয় আজ ১৬ সেপ্টেম্বর। ফিতা কেটে কর্মশালার শুভ উদ্বোধন করলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন। আজকের মহতি সভায় উপস্হিত ছিলেন বাবুইজোড় গ্রাম পঞ্চায়েত প্রধান নবদ্বীপ মন্ডল, খয়রাশোল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রজত মুখার্জি, প, স, সদস্য চন্ডীচরন মন্ডল,কদম ডাঙ্গা আস্হা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আবদুর রহমান প্রমুখ। এলাকার সমস্ত স্বনির্ভর দলের মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষন দিয়ে স্বনির্ভরতা বৃদ্ধি তথা জীবিকামুখী কর্মের সঙ্গে যুক্ত করাই মূলত এই প্রশিক্ষণ শিবিরের উদ্যেশ্য বলে কদমডাঙ্গা আস্থা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তথা শিক্ষক আব্দুর রহমান জানান। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিউটি গড়াই,কৃষ্ণা মন্ডল,নুরেশা বিবিদের মতো উপস্থিত সকলের বুকে একরাশ সবুজ স্বপ্ন, একত্রে এগিয়ে যেতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।