ধনেখালি বিধানসভার সংখ্যালঘু সেলের সভানেত্রী সেলিমা মল্লিক যে প্রতিক্রিয়া দিলেন 

ধনেখালি বিধানসভার সংখ্যালঘু সেলের সভানেত্রী সেলিমা মল্লিক যে প্রতিক্রিয়া দিলেন

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : আমি অনেক দিন পরে আজকে আবার লিখছি, আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এর বিধানসভা ভিত্তিক নাম বেরিয়েছে, অনেকের মনে আনন্দ আবার অনেকের মনে দুঃখ থাকবে, তবু ও আমি সবদিক দিয়ে বিচার করে বলছি, আমাদের নেত্রী ” মমতা দিদি ” যাকে যেখানে প্রার্থী করেছেন, আপনারা মন প্রাণ দিয়ে ওই প্রার্থী কে জেতানোর চেষ্টা করুন, আমাদের নিজেদের মধ্যে ঝামেলা, গন্ডগোল আমরা পরে মিটিয়ে নিতে পারবো, কিন্ত যদি অন্য কেউ এসে যায় তাহলে আমাদের কথা শোনা তো দূর, আমাদের কে পাত্তাই দেবে না, আমি ও জানি আমার মনের মধ্যেও অনেক ক্ষোভ আছে, কিন্ত আমরা কাউকে বিশ্বাস করেছিলাম, সে কিন্ত আমাদের কথা না ভেবে নিজেকে বাঁচানোর জন্য অন্য দলে নাম লেখালো, আমরা হতাশ হয়ে বসে রইলাম, তাই আমার মনেহয় আমাদের দলের লোক জিতলে আমরা, আমাদের নিজেদের কথা অন্তত বলতে পারবো, হয়তো পাঁচটা আবেদন করলে, তিঁনি তিনটে সমাধান করার চেষ্টা করবেন, অন্য কেউ হলে, আমাদের উনার ঘরে ঢুকতেই দেবেন না, তাই আমি বলছি, যেই প্রার্থী হোক আমাদের তৃণমূল কংগ্রেস এর প্রার্থী কে জোর লাগিয়ে জেতাতে হবে এবং মমতা ব্যানার্জি কে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে, আমাদের নিজেদের বাঁচার জন্য, ছেলে মেয়েদের বাঁচানোর জন্য, মা ভাই বোন দের বাঁচানোর জন্য…… আমাদের একটাই সপথ ” বাংলা নিজের মেয়েকে চায় ” সবাই নিজে নিজের এলাকায় নিজে নিজের কৌশল অবলম্বন শুরু করে দিন, যেভাবে হোক তৃণমূল কংগ্রেস যেন ২৫০ এর কম আসন না পায়…….. জয় হিন্দ…… জয় বাংলা…… তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ…… মমতা ব্যানার্জি জিন্দাবাদ…… মা মাটি মানুষ জিন্দাবাদ…… ” বাংলা নিজের মেয়েকে চায় ” তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে।