|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি,জমিয়তে উলামায়ে হিন্দের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে হযরত মাওলানা আব্দুল বারী ফারাঙ্গী মাহাল্লী রহ. এবং হযরত মাওলানা আহমাদ সাঈদ দেহলভী রহ. এর ত্যাগের উপর নতুন দিল্লিতে একটি সেমিনার অনুষ্ঠিত হলো।এদিনের সেমিনারে জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি হযরত মাওলানা ক্বারী ওসমান মনসুরপুরী দাঃবাঃ বলেন ভারতের স্বাধীনতা সাংগ্ৰামের এমন কোনো লাড়াই নেই যেখানে হযরত মাওলানা আহমাদ সাইদ দেহলভী রহ. অংশ গ্ৰহণ করেননি।জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী সাহেব বলেন স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে দেশিও সমস্যা সমাধান পর্যন্ত জমিয়তে উলামায়ে হিন্দ নেতৃত্বদানে অতুলনীয় ভূমিকা পালন করেছে।মাওলানা রাবে হাসান নাদভী সাহেব বলেন যে হযরত মাওলানা আব্দুল বারী ফারাঙ্গী মাহাল্লী রহ. এমন একজন সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিত্ব যিনি আজীবন জ্ঞানচর্চা ও ধর্মীয় খিদমত করে এসেছেন।অনুবাদক- মাওলানা আহমাদ (সহ সম্পাদক নবগ্ৰাম ব্লক জমিয়তে উলামায়ে হিন্দ, মুর্শিদাবাদ)