ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো সর্বধর্ম সমন্বয়ের সম্প্রীতি সভা

নতুন গতি নিউজ ডেস্ক ,বারাসাত-দেশে ক্রমবর্ধমান বেড়ে চলা ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে শুরু করে, প্রতিটি ক্ষেত্রেই একে অপরের প্রতি বিদ্বেষের মাত্রা বেড়েই চলেছে গত কয়েক বছর। ভারত স্বাধীনতার পর হিন্দু-মুসলিমের সেই ঐক্য বর্তমান জামানায়, কোথাও যেন চিংড়ি ধরেছে এক প্রকার ধর্মান্ধ মানুষের দ্বারাই। কিন্তু আজও সমাজের এক প্রকার মানুষ তারা এই সম্প্রীতি বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে রবিবার ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো সর্বধর্ম সমন্বয়ের সম্প্রীতি সভা। শ্রী সত্য সাই সেবা সংস্থা ও সর্বভারতীয় ইমাম মোয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানটি হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাখোদা মসজিদের ইমাম কারী শফিক কাসেমি উত্তর ২৪ পরগনা জেলা ইমাম কো-অর্ডিনেটর মাওলানা হাসানুজ্জামান, সত্য সাই সংস্থার সর্বভারতীয় সভাপতি শ্রী মণীশ পান্ডিয়া সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ। মাওলানা হাসানুজ্জামান বলেন বর্তমান সময়ের দিক দিয়ে লক্ষ্য করলে এরকম অনুষ্ঠান খুবই তাৎপর্যপূর্ণ এবং তিনি বলেন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলামের বাংলায় আমরা কখনো সাম্প্রদায়িকতার বিষ মাথাচাড়া দিতে দেব না।সংস্থার সর্বভারতীয় সভাপতি শ্রী মণীশ পান্ডিয়া মানুষের সেবা করা টাই মুলত আমাদের কাজ কে কোন ধর্মের সেটা বড় কথা নয়। এবং আজ এই অনুষ্ঠান সর্ব ধর্মের মানুষের এক মিলন তীর্থ ভূমিতে পরিণত হয়েছে বলে আমি মনে করি। মাওলানা শফিক কাসেমী সাহেব বলেন সত্য সাই সেবা সংস্থা যেভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে তা এক অন্যান্য নজির। অবশেষে গরীব অসহায় দুস্থ যারা পয়সার অভাবে বিশেষ করে হার্টের সমস্যায় ভুগছেন চিকিৎসা করাতে পারেন না তাদেরকে এই সংস্থার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।