রাজনগর মহাবিদ্যালয়ে ইংরেজি ভাষার ইতিহাস বিষয়ক সেমিনার

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগর মহাবিদ্যালয়ে ইংরেজি ভাষার ইতিহাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল।
    ইংরেজি ভাষার উৎপত্তি এবং অন্যান্য ভাষা থেকে শব্দ সম্বলিত করে ইংরেজি ভাষা কিভাবে সারা বিশ্বে একটি শক্তিশালী ভাষা হিসেবে ছড়িয়ে পড়ে তার সবিস্তারে আলোচনা করা হয় এই সেমিনারে। এছাড়া অন্যান্য ভাষার ওপর ইংরেজি ভাষার প্রভাব কেমন, সে বিষয়েও বিভিন্ন তথ্যও উপস্থিত সকলের কাছে তুলে ধরা হয়।

    প্রধান বক্তা হিসেবে এই সেমিনারে উপস্থিত ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সুশান্ত বর্ধন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজনগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর আরিফা সুলতানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় প্রধান মাহেনূর খাতুন।