|
---|
নতুন গতি ডেস্ক: উঃ চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরের নির্দেশ মতো দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগ করোনা সচেতনতা বৃদ্ধি সম্পর্কে সেমিনার ও পথসভা অনুষ্ঠিত হয় দেগঙ্গা পঞ্চায়েত অফিসে।
জনসচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল বলেন, সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা দূরিভূত হবে।জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বলেন, সরকারি বিধি নিষেধ মেনে চলার অনুরোধ করেন সকলের কাছে। সেইসঙ্গে তিনি বলেন দেগঙ্গার সর্বস্তরের নেতৃত্ব সবসময় মানুষের পাশে থেকে যেভাবে কাজ করছে এরজন্য আমরা গর্বিত।
পথভ্রমনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, থানার আইসি অজয় কুমার সিংহ, ঊষা দাস, সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক, ঊষা দাস, আনিসুর রহমান, মোছলেমা বিবি, সানি, স্বাস্থ্য আধিকারিক সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।