|
---|
নিজস্ব সংবাদদাতা : এক ভিন্নধর্মী সেমিনার অনুষ্ঠিত হলো আজ বংশীহারী ব্লক কমিউনিটি হলে বেশ আন্ নূর মডেল স্কুল ও নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমির সৌজন্যে ।আলোচকদের মধ্যে অন্যতম চন্দ্রচূড় ভট্টাচার্য মহাশয় যিনি আজকের অনুষ্ঠানের মূল কারিগর ছিলেন ।নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত প্রায় শতাধিক প্রযুক্তিবিদ ও রাজমিস্ত্রি দের নিয়ে এই সভা অনুষ্ঠিত হলো ।যে কোন পাকা বাড়ি কিংবা অট্টালিকা তৈরি করতে গেলে কম খরচে এবং বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে তৈরি হওয়া প্রয়োজন সে বিষয়ে আলোচনা করতে গিয়ে চন্দ্রচূড় ভট্টাচার্য মহাশয় এক মনোজ্ঞ ও চিত্তাকর্ষক বক্তব্য উপস্থাপন করেন ।
সোশ্যাল অ্যাওয়ারনেস এসোসিয়েশন অফ জাস্টিস নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক আব্দুর রাজ্জাক সাহেব উল্লেখ করেন কিভাবে আধুনিক প্রযুক্তিতে কম খরচে সহজে পাকা বাড়ি নির্মাণ সম্ভব। বেশ আন নুর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদিমুল ইসলাম সাহেব আলোচনার গুরুত্ব সম্পর্কে প্রারম্ভিক ভাষণে সকলকে স্বাগত জানান এবং আগামী দিনে এক সুস্থ সমাজ গঠনের আহবান জানান। নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমির প্রিন্সিপ্যাল মাসুদ আনাম ও সুপারেনটেনডেন্ট মোস্তাক হোসেন মন্ডল আলোচনায় অংশগ্রহণ করেন ।আলোচনায় উপস্থিত ছিলেন বেশ আর নূর মডেল স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আনসার ।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নর্থইস্টার্ন ইংলিশ একাডেমির সম্পাদক রাসনাউল আলম। জিডি স্টাডি সার্কেল এর অন্তর্ভুক্ত মিশন বেস আন নূর মডেল স্কুল যে শুধু শিক্ষা নয় অন্যান্য ক্ষেত্রেও কাজ করে চলেছে দক্ষিন দিনাজপুরে ।