|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরে ৯ ফুট লম্বা অজগর উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
রাজনগরে উদ্ধার হল ৯ ফুট লম্বা বিশালাকার একটি অজগর। রাজনগর ব্লকের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের সাহাবাদ গ্রামের পাশে স্থানীয়রা একটি বিশাল আকারের আজগর দেখতে পান। ফলে আতঙ্ক ছড়ায় এলাকায়।
স্থানীয়রা বনদপ্তরকে খবর দিলে বনকর্মীরা সেখান থেকে ৯ ফুট লম্বা ওই বিশালাকার অজগরটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
খাবারের সন্ধানে সম্ভবত: অজগরটি লোকালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে।
রবিবার লোকালয় থেকে দূরে অজগরটিকে পুনর্বাসন দেন বন কর্মীরা।