|
---|
সেখ সামসুদ্দিন, ১৪ জানুয়ারি : পূর্ব বর্ধমানের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল শরণ্যাতে ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপিত হয়। স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ সৌমেন্দ্র সাহা সিকদার এবং পরে সকলে স্বামীজীর ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও চিকিৎসক নার্সদের নিয়ে স্বামীজীর বিবেক চেতনা বিষয়ক আলোচনা হয়। সকাল ১১ টা থেকে শুরু হয় বিবেকানন্দ ভাবানুরাগী সংস্কৃতি অনুষ্ঠান। প্রথমে স্বদেশ মন্ত্র পাঠ করেন জরুরী কালীন বিভাগের চিকিৎসক ডাঃ অরিন্দম বিশ্বাস। পরে স্বামীজীর বাণী পাঠ করেন শরণ্যা নার্সিং কলেজের ছাত্রী শর্মিষ্ঠা তালুকদার, সোমদত্তা নাগ ও রিয়া ঘোষ এবং পরে শুরু হয় স্বামীজিকে নিয়ে আলোচনা সভা। স্বামীজীর আদর্শ বিষয়ক আলোচনা করেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার সৌমেন্দ্র সাহা শিকদার এর পিতা তথা হাসপাতালে অন্যতম কর্ণধার সন্তোষ সাহা শিকদার। হাসপাতাল শিব জ্ঞানে জীব সেবা এর মন্ত্র নিয়ে স্বাস্থ্যপরিসেবার দেবে বলে শপথ নেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ অরিন্দম বিশ্বাস এবং ওয়ার্ডের চিকিৎসক ডাঃ প্রীতম রায়, হাসপাতালের ম্যানেজার অনিমেষ রায়, নার্সিং কলেজের কো-অর্ডিনেটর রত্নমানিক্য চ্যাটার্জী, চিফ আইসিইউ টেকনোলজিস্ট দেব কাঞ্জিলাল, ডায়েটিশিয়ান শ্রেয়সী নন্দী উপস্থিত ছিলেন। ঐদিন হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীকে এবং দূর-দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়দের মধ্যাহ্ন ভোজ তথা প্রসাদ বিতরণ করা হয়। হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তথা বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ সৌমেন্দ্র সাহা সিকদার বলেন, ‘আমাদের হাসপাতালেসর বেশিরভাগ স্বাস্থ্যকর্মী যুব সম্প্রদায়ের, তারা স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেহ মনে সুস্থ হয়ে সুচরিত্র গঠন করলে আরো ভালো পরিষেবা দিতে পারবে ভেবেই জাতীয় যুব দিবস উদযাপন’।