|
---|
সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: সৃষ্টি ফাউন্ডেশনের উদ্যোগে সংকল্প ফাউন্ডেশনের সহযোগিতায় মেদিনীপুর শহরের কলেজ মাঠে, পঞ্চুরচক, সরগম মোড়, জেলা পরিষদের প্রধান গেট, গান্ধী মূর্তি সহ শহরের বিভিন্ন এলাকায় রাত্রিকালীন আহার পরিবেশন করা হলো অভুক্ত পথ কুকুরদের। লকডাউনে দোকান পাট বন্ধ থাকায় পথ কুকুররা অভুক্ত থাকছে। তাই পশু প্রেমী সংগঠনরা এগিয়ে এসে অগণিত কুকুরকে মাংস ভাত ও বিস্কুট দেওয়া হয়।
উপস্থিত ছিলেন ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজকর্মী গোপাল সাহা, সমাজসেবী পিযুষ ঘোষ, সমাজসেবী প্রদ্যুৎ ভট্টাচার্য্য, সমাজসেবী দিব্যেন্দু সিংহ মহাপাত্র। এছাড়া উপস্থিত ছিলেন পিন্টু সাউ, ডঃ শান্তনু পাণ্ডা, সম্পাদিকা পারমিতা সাউ প্রমুখ।