|
---|
সেখ সামসুদ্দিন : ২মে, কোলকাতার করুনাময়ী থেকে দুর্গাপুর অভিমুখে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়লো সরকারি বাস। সোমবার সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পালসিট কানাইডাঙ্গা এলাকার ২ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সুত্রে জানা গেছে অত্যন্ত দ্রুত গতিতে বাসটি বর্ধমান অভিমুখী আসার সময় একটি লরিকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতু থেকে নিচে পড়ে যায়। বাসে থাকা সাতজন যাত্রী জখম হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে বর্ধমানের অনাময় হাসপাতাল এবং বর্ধমানের মেড্যিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয় মানুষজন এসে উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন তীব্র চাঞ্চল্য ছড়ায় দুনম্বর জাতীয় সড়কে।