সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি রায়দিঘী পুলিশের!

দক্ষিণ ২৪পরগনা : নুরউদ্দিন, যানা যায় রায়দিঘী রোডে কয়েকবার দুর্ঘটনার সম্মুখীন হতে হয় স্থানীয় বাইক আরোহীদের, এই দুর্ঘটনা এড়াতে এবার তৎপর হয় রায়দিঘী থানার পুলিশ, সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘী থানার আইসি মানস চ্যাটার্জির উদ্যোগে রায়দিঘী থানা থেকে কোম্পানির ঠেক বাজার পর্যন্ত সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ইতিমধ্যে বিভিন্ন পথ দুর্ঘটনার জন্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলিতে মানুষকে সচেতন করা থেকে শুরু করে হেলমেট পরা, গাড়ি আস্তে চালানো, একাধিক কর্মসূচি পালন করা হয়। মাঝেমধ্যে রাস্তাতে দেখা যায় অল্প বয়সী ছেলেরা যারা ১৮ বছর পূর্ণ করেনি তারাও এখনো দ্রুত গতিতে বাইক নিয়ে রেস্ট খেলা থেকে শুরু করে কম্পিটিশনে বন্ধুদের সঙ্গে নামে, এর ফলে বিভিন্ন সাইলেন্সার পাইপ গুলি যে গাড়ি লাগানো থাকে সেই সাইলেন্সার পাইপ গুলি চেঞ্জ করে শব্দ দূষণকারী যে সাইলেন্সার পাইপ গুলি মোটর বাইকে লাগানো থাকে সেগুলিতে শব্দ দূষণ বিস্তারিত হয়। বেশিরভাগ অল্পবয়সী স্কুল কলেজ ছাত্রদের গাড়িতেই লক্ষ্য করা যায়। আর সেই কথা মাথায় রেখে সেভ ড্রাইভ সেভ লাইফ এর মধ্য দিয়ে সচেতন করেন রায়দিঘী থানার আই সি মানষ চ্যাটার্জি। তবে এরকম কর্মসূচি করতে যেমন সচেতনতা বৃদ্ধি হয়েছে, বিদ্যালয় এবং অভিভাবক অভিভাবিকার পক্ষ থেকে এরকম কর্মসূচিকে সাধুবাদ জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে।