|
---|
সেখা রিয়াজুদ্দিন, বীরভূম:- বিড়ি শ্রমিকদের ন্যায্য পাওনা সহ বিভিন্ন দাবিতে বীরভূম জেলা বিড়ি কারিগর ইউনিয়নের সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুবরাজপুর শহরের ধর্মশালায় । দলীয় কমরেডদের স্মরণে জায়গার নামকরণ রাখা হয় আশুতোষ রায় নগর এবং কমরেড সেখ নিজাম উদ্দিন ও মকরম হোসেন মঞ্চ। জেলা সম্মেলন উপলক্ষে শুরুতেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর সিপিআইএম প্রভাবিত শ্রমিক সংগঠন সিআইটিইউ-র পতাকা উত্তোলন করেন রাজ্য এবং জেলা নেতৃত্ব। পাশাপাশি শহিদ বেদীতে মাল্যদান করে নেতাদের স্মরণ করা হয়। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিড়ি শ্রমিক ফেডারেশন সিআইটিইউ-র রাজ্য সাধারন সম্পাদক কমরেড দেবাশিষ রায়, বীরভূম জেলা সিআইটিইউ-র সম্পাদক কমরেড দীপঙ্কর চক্রবর্তী, জেলা নেতৃত্ব কমরেড সাধন ঘোষ, কমরেড অরুণ মিত্র, কমরেড গোকুল ঘোষ, কমরেড শীতল বাউরী, কমরেড সাদের আলম সহ অন্যান্য নেতৃত্বগন। এদিন কমরেড দেবাশিষ রায় জানান, বীরভূম জেলার সমস্ত প্রান্ত থেকে বিড়ি শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আজকে এখানে সম্মেলন হচ্ছে। বিড়ি শ্রমিকরা সবথেকে অবহেলিত অংশ। সরকার ঘোষিত ২৬৮ টাকা মজুরি। কিন্তু সরকার তা কার্যকরী করছে না। পাশাপাশি মালিকদের সাথে চুক্তি করা গেছে ১৭৮ টাকা। কিন্তু সেই টাকাও মালিকপক্ষ দিচ্ছেন না। বীরভূম জেলায় ১২০ থেকে ১৪০ টাকা মজুরি পাচ্ছে বিড়ি শ্রমিকরা। তাঁরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। কোনো স্বীকৃত পর্যন্ত নাই তাদের। এই অবস্থায় লড়াই আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন তাঁরা।