|
---|
নিজস্ব সংবাদদাতা: সরকারি ইষ্কুলের কর্মরতা দিদিমনির সাত বছরের সন্তান বইএর ফাকে মোবাইল দেখত দিনের পর দিন।বাবা মা দুজনে চাকরি করায় রবিবার ছাড়া তারা তাদের সন্তান কে সময় দিতে পারতেন না।সেই ছেলেই ইষ্কুলের ফাকে মোবাইল নিয়ে পড়ে থাকত।তাকে পড়াতে আসা দিদিমনির ব্যাপারটা নজরে আসায় তিনি তার বাবা মাকে ঘটনাটি জানিয়ে দেন।বাবা মা প্রথমে ব্যাপারটিকে অত গুরুত্ব না দিলেও পরে তারা লক্ষ করেন তাদের ছেলের চোখ লাল হয়ে যাচ্ছে।দুজনে বকাবকি করায় সে সত্যি ঘটনা বলে দেয়।পরের দিন মা মোবাইল অন্য জায়গায় রেখে দিলে সে মা এবং বাবার আড়ালে প্রতিবেশীর ঘরে চলে যায়।অফিস থেকে ফিরে তার বাবা মা তাদের সন্তানকে দেখতে না পেয়ে প্রথমে পরিচারিকাকে জিঞ্জাসা করে,পরিচারিকা এবং ওই সন্তানের বাবা মা তাকে খুজতে থাকেন তারপরে তাদের প্রতিবেশী ফোন করে জানান তাদের মেয়ে তাদের ঘরেই আছে।তাকে জিঞ্জাসা করলে সে জানায় বাবা মা তাকে মোবাইল নিয়ে খেলতে দিচ্ছিল না,তাই সে চলে গিয়েছিল।ভবিষ্যতে সে আর এরকম করবেনা বলে জানিয়েছে।তার নাম শুভ্রদীপ দত্ত।