৭ তম কন্যাশ্রী দিবস পালিত হলো মুর্শিদাবাদের হরিহরপাড়ায়

 

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : অল্পবয়সে বিয়ে হয়ে যাওয়াতে সব চাইতে বেশী সমস্যায় ভুগতে হয় মেয়েদের, তাই সেই অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করাই তৎপর রাজ্য সরকার। রাজ্য সরকার আজকের দিনে ৭ বছর আগে কন্যাশ্রী প্রকল্প তৈরি করে। সেই প্রকল্পের মূল উদ্দেশ্যে হলো মেয়েদের ১৮ বছর পর বিয়ে দেওয়া। যদি পরিবারের অভিভাবক মেয়ের বিয়ে ১৮ বছর পর সেই তাহলে সেই মেয়ের বিয়ের জন্য রাজ্য সরকার ২৫ হাজার টাকা দেবে রাজ্য সরকারের এই প্রকল্পের পর থেকে অনেকটাই কমেছে অল্প বয়সে বিয়ে দেওয়া। সরকারের এই প্রকল্প প্রতি বছরের নায় এই বছরও পালিত হলো হরিহরপাড়ায়।

    আজকে ১৪ আগষ্ট আজকের দিনেই শুরু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প প্রতি বছর আনুষ্ঠানিক ভাবে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পালিত হয় এই কন্যাশ্রী দিবস, আজকেও পালিত হলো কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে সাধারণ ভাবেই পালিত হলো আজকে। আজকে হরিহরপাড়া ব্লক প্রশাসনের নেতৃত্বে সামাজিক দূরত্ব মেনেই পালিত হয় কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী মেয়েদের নিয়েই অনুষ্ঠিত হয় আজকের অনুষ্ঠান, আজকে কন্যাশ্রী মেয়েদের সপথ বাক্য পাঠ করানো হয়। ব্লক প্রশাসনের তরফে তরফে একটি গাড়িকে কন্যাশ্রী ব্যানারে সাজিয়ে মাইকিং করে এলাকা এলাকা সতর্ক করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল হরিহরপাড়া প্রশাসন ও জয়েন্ট বিডিও – বিধান কুমার মৃধা।