সাত যুবক কোয়ারান্টাইনে রয়েছেন গাছের ডালে

সাত যুবক কোয়ারান্টাইনে রয়েছেন গাছের ডালে

    নতুন গতি প্রতিবেদক : নোভেল করোনা ভাইরাস এ আতঙ্কিত গোটা বিশ্ব। এই ভাইরাস থেকে বাঁচার উপায় আপাতত একমাত্র নিজেদের সচেতন থাকা। এই ভাইরাসের মোকাবিলা করতে গেলে নিজেকে সচেতন রাখতে হবে আর নিজেকে সচেতন রাখলেই এই দেশ বাঁচবে। এরকম সচেতনামূলক এক চিত্র দেখা গেল পুরুলিয়ার ভাঙ্গিডি গ্রামে।

    যেখানে বিলেত ফেরত উচ্চ শিক্ষিত মানুষেরা দেশে এসে তাদের যাত্রার কথা লুকিয়ে যাচ্ছে ঠিক সেখানেই চেন্নাই ফেরত সাত যুবক নিজেদেরকে সুরক্ষিত রাখতে এবং সমাজকে সুরক্ষিত রাখতে গ্ৰামের গাছের ডালে কোয়ারান্টাইনে রয়েছেন। ১৪ দিন সেখানেই থাকবেন তাঁরা।গাছের নিচেই তাদের রান্না খাওয়ার ব্যাবস্থা করে দিয়েছেন তাদের বাড়ির লোকেরা।