|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, চাঁচল: তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিলেন পঞ্চাশজন কলেজ পড়ুয়া। রবিবার মালদহের চাঁচল কলেজ তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি সুমিত সরকারের হাত ধরে যোগদান করেন তারা। চাঁচল ১ নং ব্লক স্তরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। অন্যান্য ছাত্র সংগঠন ছেড়ে ছাত্রছাত্রীরা টিএমসিপিতে পঞ্চাশজন ছাত্রছাত্রী যোগদান করেন বলে দাবী তৃণমূলের। এদিন এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন চাঁচল ১ নং ব্লক তৃণমূল নেতা মোস্তফা কামাল সহ বিশিষ্ট নেতারা ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সচীনানন্দ চক্রবর্তী,চাঁচল কলেজ তৃণমুল ছাত্র পরিষদের কার্যনির্বাহক বাবু সরকার সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্বরা।
রাজ্য নেত্রীর উন্নয়নে ও ছাত্রছাত্রীদের একাধিক প্রকল্প প্রদান করছে। তাই তৃণমূল ছাত্রসংগঠনের দিকে ঝুঁকছে তারা বলে দাবী তৃণমূল ছাত্রপরিষদের।