|
---|
নিজস্ব সংবাদদাতা: শনিবার দল ছাড়লেন সিপিএমের দার্জিলিং জেলা কমিটির বেশ কয়েকজন সদস্য। এদিন পার্থ মৈত্র সহ পাঁচজন সিপিএম নেতা দলীয় কার্যালয়ে গিয়ে জেলা সম্পাদক সমন পাঠকের কাছে ইস্তফাপত্র দেন।
প্রসঙ্গত, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলী গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই দলের একটা অংশের সঙ্গে শীর্ষ নেতৃত্বের বিরোধ চলছিল। অনেকেরই মত, সিপিএমের যাঁদের নেওয়া হয়েছে তাঁদের থেকেও বেশকিছু যুবনেতা সম্পাদকমণ্ডলীতে আসলে ভালো কাজ করতেন। কিন্তু দল কোনওরকম পরিবর্তনে অস্বীকার করে। এরপরই এদিন ইস্তফা দেন ওই নেতারা। তারা জানিয়েছেন দলের মধ্যে এখন আর আগের মত ঐক্য নেই।কেউ কারো কথা শোনে না।নতুনদের মতামত গ্রাহ্য করা হয় না।যারা কাজ করতে পারে তাদের দুরে সরিয়ে রেখে কিছু অকর্মন্য লোকেদের সামনে রাখা হয়েছে।আর বছরের পর বছর দল করে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না।তবে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কিনা জিঞ্জাসা করা হলে তাদের জবাব এখনো কিছু ঠিক করা হয় নি। সময় আসলেই বুঝতে পারবেন।তবে এই দল ছাড়া প্রসঙ্গে জীবেশ সরকারকে জিঞ্জাসা করলে তিনি জানান আমি কিছুই জানি না এই বিষয়ে,আমাকে কিছুই জানানো হয় নি।যারা দল ছেড়েছেন তাদের ব্যক্তিগত মতামত।তাই আমি এই বিষয়ে কোন হস্তক্ষেপ করব না।