ট্রেন দুর্ঘটনায় মৃত পরিবারের সদস্যদের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুদান তুলে দিলেন একাধিক মন্ত্রী সাংসদ ও বিধায়ক কুলতলীতে

বাবলু হাসান লস্কর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা: উড়িষ্যায় করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় জয়নগর দুই ব্লকের বাইশহাটা অঞ্চলের দমদমার বাসিন্দার আজিজুল মোল্লা ও মৈপিঠ কোষ্ঠাল থানার চর ঘেরির সহোদর দুই ভাই প্রদীপ দাস ও তপন দাসের পরিবারের সদস্যদের হাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় মৃত ব্যক্তিদের প্রতিটি পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে দলীয় অনুদান প্রদান করলেন । আর এই দলীয় পরিষেবা প্রদানে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, জয়নগরে লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল,ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল এছাড়া তৃণমূল কংগ্রেসের ব্লক ও আঞ্চলিক নেতৃত্ববৃন্দদের দেখা গেল গত বৃহস্পতিবার সকালে কেরলে কাজের উদ্দেশ্যে বার হয় পরিযায়ী শ্রমিক প্রদীপ দাস তপন দাস ও আজিজুল মোল্লা তাদের আর যাওয়া হলো না কেরলে। পরিবারের সদস্যদের মুখে অন্ন তোলার যোগান করতে যাওয়া আর হলো না তাদের। এমনি ঘটনা ঘটবে এই সমস্ত পরিবারে তারা ভাবতেই পারেনি। তরতাজা যুবকদের প্রাণ কেড়ে নিল করমন্ডল এক্সপ্রেস। আর সেই সমস্ত পরিবারের সদস্যদের কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এমনই পরিষেবা প্রদান করলেন তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী সাংসদ ও বিধায়কেরা