কারখানা খোলার দাবিতে এ দিন বিসিএমইউ, বিএমএস-সহ একাধিক শ্রমিক সংগঠন চটকলের গেটের সামনে বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব সংবাদদাতা : কারখানা খোলার দাবিতে এ দিন বিসিএমইউ, বিএমএস-সহ একাধিক শ্রমিক সংগঠন চটকলের গেটের সামনে বিক্ষোভ-সমাবেশ করে। শ্রমিক সংগঠনগুলির তরফে জানানো হয়, দীর্ঘ লকডাউনের পরে ফের তিন মাস মিল বন্ধ থাকায় চরম সঙ্কটে পড়েছেন শ্রমিকেরা। একাধিক বার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার টেবিলে বসার পরেও সমাধানসূত্র বেরোয়নি। এ দিন সমাবেশ-স্থল থেকেই আচমকা জি টি রোড অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, হাওড়ায় ইতিমধ্যেই বহু চটকল বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সুপ্রাচীন এই চটকলটি চালু ছিল। শ্রমিকদের অভিযোগ, শুধু বিদ্যুতের বিল বকেয়া থাকার কারণে মিল বন্ধ করে দিতে পারেন না কর্তৃপক্ষ। এর পিছনে অন্য উদ্দেশ্য আছে বলে সন্দেহ করছেন তাঁরা। গোটা বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেও কর্তৃপক্ষ জুটমিলের ভিতরে সংবাদমাধ্যমকে ঢুকতে দেননি।